খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন: বিমানবন্দর-গুলশানে গাড়ি পার্কিং নিয়ে  ডিএমপি ‘র নির্দেশনা

May 6, 2025 - 02:40
May 8, 2025 - 04:18
 0  3
খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন:  বিমানবন্দর-গুলশানে গাড়ি পার্কিং নিয়ে  ডিএমপি ‘র নির্দেশনা

বিনা প্রতিবেদক 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৬ মে সকাল সাড়ে ১০ টায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করে বিমানবন্দর থেকে নিজ বাসভবনে (গুলশান) গমন করবেন। এজন্য গুলশান বনানী এলাকায় তাকে অভ্যর্থনা জানানোর নিমিত্তে অতিরিক্ত জনসমাগম হয়ে যানজট হওয়ার সম্ভাবনা থাকায়, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সাংবাদিক ও আগত অভ্যর্থনাকারীগণের গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে নিচের নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ করা হলো-

(১)  বিমানবন্দরে আগত সকল সাংবাদিক তাদের যানবাহন বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ে রাখবেন।
(২) বিমানবন্দরে আগত অভ্যর্থনাকারীরা যানবাহন ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টিজ এর খালি জায়গায় রাখবেন।
(৩) গুলশানে আগত সকল সাংবাদিকের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশে পাশের সড়কে এক লেনে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।
(৪)  গুলশানে আগত অভ্যর্থনাকারীগণের যানবাহন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের আশে পাশের সড়কে এক লেনে রাখার অনুরোধ করা হলো।
(৫) উল্লেখিত নির্ধারিত জায়গা ব্যতিত মহাসড়ক বা অন্য কোন জায়গায় গাড়ী পার্কিং না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

(৬) গমনাগমন রুটে কোন যানবাহন পার্কিং না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

(৭) মুভমেন্ট চলাকালীন গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow